যুগোপযোগী ও সম্মানজনক জীবন গঠন করতে চাইলে আপনার কোন পন্থা অবলম্বন করা উচিত?
যুগোপযোগী ও সম্মানজনক জীবন গঠন করতে চাইলে আপনাকে সঠিক ও সুচিন্তিত জীবনযাপনেে অভস্ত্য হওয়া আবশ্যক এবং সে সঙ্গে নিজেকে যুগোপযোগী ও সম্মানজনক জীবনের সুউচ্চ সোপানে অধিষ্ঠিত করতে চাইলে নীচের এ-ই তিনটি পন্থা বা পথ থেকে যেকোনো একটি পন্থা আপনাকে বেছে নেওয়া উচিৎ যেটি আপনাকে বেছে নিতে হবে আলোচ্য তিনটি পন্থার মধ্য থেকে সমন্বয়ের মাধ্যমে।
তবে জীবনকে বদলে দেয়া এই পন্থা গ্রহন নিতান্তই নির্ভর করছে আপনার গ্রহনের ধরনের উপর কারন একটা প্রশ্ন থেকেই যায় জীবনকে সন্মানিত ও যুগোপযোগী করত, সেটা হলোঃ
আপনি কি সর্বদায় সমাদৃত ও সন্মানিত হয়ে বাঁচতে চান?
চলুন যেনে নিই, কোন পন্থা অবলম্বন করলে আপনি আপনাকে ও আপনার পরিবেশকে ভালো রাখতে পারবেন এবং আপনি ব্যাক্তিগত জীবনে সফলকাম হবেন আর সে সঙ্গে আপনার সন্মানিত জীবনের অংশ হিসেবে আপনার সমাজ, দেশ-জাতি, বন্ধু, পরিজন সবাই আপনার সন্মান জনক জীবনের জন্য সন্মানিত ও গর্ববোধ করবে।
যুগোপযোগী ও সম্মানজনক জীবন গঠনমূলক বিচার্য পন্হা সমুহ নিম্নক্তঃ
কেতাবি পন্থা? সপ্রতিভ পন্থা? খেতাবি পন্থা?
১. কিতাবী: কিতাব পড়ে যারা বুৎপত্তি অর্জন করে তাঁহারাই হলো কিতাবী|
২. সপ্রতিভ: মহান রাব্বুল আল আমিনের বিশেষ অনুগ্রহে নিজ ধ্যানে ও জ্ঞানে ব্যুত্পত্তি অর্জনকৃত বেক্তি|
৩. খেতাবি: যদিও পূর্বের দিনে খেতাবি হতে হলে কেতাবী ও সপ্রতিভ এই দুটো বিশেষ যোগ্যতার প্রয়োজন হত তবে বর্তমানে খেতাবি হতে হলে বিশেষ তেমন কিছুর প্রয়োজন হয়না , প্রয়োজন হয় যেইটার সেটা হলো অর্থ |
৩. সুধী সমাজের নিকট সদায় তাচ্ছিল্য সম |
২. সদা সমাদ্রিত এবং এনারাই যুগযুগ ধরে বেঁচে থাকেন নিজনিজ কর্মগুনে।
১. বিশেষ বিশেষ স্থানে বিশেষ ভাবে সমাদৃত তবে সামগ্রিক ভাবে অবহেলিত|
অতএব, বর্তমান সময়ে নিজেকে যুগোপযোগী ও সম্মানজনক করে গড়ে তুলতে ৩ এ উল্লেখিত পন্থা অবলম্বন না করে মধ্যম পন্থার অংশ হিসাবে ১ এবং ২ কে বেছে নিন অতপর এর সমন্বয়ে জীবনকে গঠন করুন ও পরিচালিত করুন তাহলেই দেখবেন আপনি সবদাই সমাদ্রিত ও সম্মানিত হচ্ছেন|
পরিশেষে:
যা বলেছি ভেবেই বলেছি, যা বলেছি আপনাকেই বলছি এখন সিদ্ধান্ত আপনার হওয়া উচিত কারণ জীবনটি আপনার|
SEOsiri / Momenul Ahmad's Social Media Channel:
LinkedIn Pinterest Twitter Facebook Instagram G.Page Quora Bing Pages
Was this content helpful? Share your thoughts.
If you looking for a digital marketing specialist then Request a quote to get help in digital marketing.

কেন বাংলাদেশে ব্লগারডটকম ব্লক এবং কিইবা সমাধান|
আসসালামু আলাইকুম,
সুধী (ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রদীপ্ত সমাজ) আশা করি ভালো আছেন আপনারা, একটি সমস্যার সমাধান পেতে আপনাদের শরণাপন্ন হলাম:
বাংলাদেশে ব্লগার ব্লগের বিবরণঃ
একটি সমস্যায় আছি (আমার ওয়েবসাইট- https://www.seosiri.com (digital marketing blog) এইখানে অর্থাৎ (blogger.com ) হোস্ট করা কিন্তু কোনো কাজ করতে পারছিনা) (সমগ্র বাংলাদেশেই www.blogger.com এই সাইটটির একই অবস্থা সেটি হলো বাংলাদেশে ব্লগার সি এম এস (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) টি কাজ করছে না যেমন- ব্লগ বা ওয়েবসাইটে- লগইন করা, কনটেন্ট তৈরি ও পাবলিশ।
আন্তর্জাতিক পর্যায়ে কোনোরূপ সমস্যা নেই), এই বিষয় টি নিয়ে একটু ভেবে দেখবেন যেন, আমরা যারা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ব্লগিং করছি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ তথা দেশের সুনাম অর্জনে সচেষ্ট আছি, আমি সহ তারা যেন স্বভাবিক ভাবে ব্লগারডটকম সিমএস প্লাটফর্ম ব্যবহারের স্বভাবিক গতি পায় মাননীয় সুধী সমাজের নিকট সপ আবেদন করছি, এইখানে রেফারেন্স URL বাংলাদেচে ব্লগার ব্লকিং সংক্রান্ত প্রশ্ন ও উত্তর-URL- https://www.quora.com/Whats-
উল্লেখিত বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করছি এবং সে সঙ্গে আশু প্রতিকার বা সমাধান চাইছি আপনাদের নিকট (আমি সহ এহেন ভুক্তভুগি সকল বাংলাদেশী ব্লগার এবং সাইট বা ওয়েবসাইট ওনার, পাবলিশার্স )|
খোদা হাফিজ,
সম্পাদক,
উল্লেখ্য ঃ ব্লগার অর্থ বা মানে ব্লগার ডট কম না এটা আমাদের সবার বোঝা উচিৎ এবং সে সঙ্গে এটাও জানা উচিৎ যে,
ব্লগার কাহাকে বলে?
একজন ব্লগার তার ব্লগ কোথায় প্রকাশনা করে বা করছে?
ব্লগারডটকম ব্লক করলেই ব্লগিং বন্ধ করা সম্ভব?
বাংলাদেশেে ব্লগার ডটকম কম (www.blogger.com) বিশেষ ক্ষতিকর দিক:
বাংলাদেশেে ব্লগার ডটকম কম ব্লকের জন্য বাংলাদেশী বস্তুনিষ্ঠ ও নিয়মিত ব্লগার, সাইট ওনার, পাবলিশার্স সকলে ঠিক যেমনি ক্লায়েন্টদের ট্রাষ্ট হারাচ্ছে অনুরূপভাবে বিজ্ঞাপন অর্থও হারাচ্ছে (আমি এহেন অবস্থায় ক্লায়েন্টের স্পনসরশিপ অফার নিয়ে অগ্রসর হতে পারছি না), ফ্রিল্যান্সার বন্ধুগন তাদের পোর্টফলিও আপডেট করত পারছে না, ইত্যাদি।