কেন বাংলাদেশে ব্লগারডটকম ব্লক এবং কিইবা সমাধান|

No comments

আসসালামু আলাইকুম,

সুধী (ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রদীপ্ত সমাজ) আশা করি ভালো আছেন আপনারা, একটি সমস্যার সমাধান পেতে আপনাদের শরণাপন্ন হলাম:

বাংলাদেশে ব্লগার ব্লগের বিবরণঃ  

একটি সমস্যায় আছি (আমার ওয়েবসাইট- https://www.seosiri.com (digital marketing blog) এইখানে অর্থাৎ (blogger.com ) হোস্ট করা কিন্তু কোনো কাজ করতে পারছিনা) (সমগ্র বাংলাদেশেই www.blogger.com এই সাইটটির একই অবস্থা সেটি হলো বাংলাদেশে ব্লগার সি এম এস (কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম) টি কাজ করছে না যেমন- ব্লগ বা ওয়েবসাইটে- লগইন করা, কনটেন্ট তৈরি ও পাবলিশ।

আন্তর্জাতিক পর্যায়ে কোনোরূপ সমস্যা নেই), এই বিষয় টি নিয়ে একটু ভেবে দেখবেন যেন, আমরা যারা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ব্লগিং করছি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ তথা দেশের সুনাম অর্জনে সচেষ্ট আছি, আমি সহ তারা যেন স্বভাবিক ভাবে ব্লগারডটকম সিমএস প্লাটফর্ম ব্যবহারের স্বভাবিক গতি পায় মাননীয় সুধী সমাজের নিকট সপ আবেদন করছি, এইখানে রেফারেন্স URL বাংলাদেচে ব্লগার ব্লকিং সংক্রান্ত প্রশ্ন ও উত্তর-URL- https://www.quora.com/Whats-the-reason-to-block-Blogger-CMS-in-Bangladesh 

উল্লেখিত বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করছি এবং সে সঙ্গে আশু প্রতিকার বা সমাধান চাইছি আপনাদের নিকট (আমি সহ এহেন ভুক্তভুগি সকল বাংলাদেশী ব্লগার এবং সাইট বা ওয়েবসাইট ওনার, পাবলিশার্স )|

খোদা হাফিজ,

সম্পাদক,

মোমেনুল আহমদ  

উল্লেখ্য ঃ ব্লগার অর্থ বা মানে ব্লগার ডট কম না এটা আমাদের সবার বোঝা উচিৎ এবং সে সঙ্গে এটাও জানা উচিৎ যে,

ব্লগার কাহাকে বলে? 

একজন ব্লগার তার ব্লগ কোথায় প্রকাশনা করে বা করছে?

 ব্লগারডটকম ব্লক করলেই ব্লগিং বন্ধ করা সম্ভব?  

বাংলাদেশেে ব্লগার ডটকম কম (www.blogger.com)  বিশেষ ক্ষতিকর দিক:   

 বাংলাদেশেে ব্লগার ডটকম কম ব্লকের জন্য  বাংলাদেশী বস্তুনিষ্ঠ ও নিয়মিত ব্লগার, সাইট ওনার, পাবলিশার্স সকলে ঠিক যেমনি ক্লায়েন্টদের ট্রাষ্ট হারাচ্ছে অনুরূপভাবে বিজ্ঞাপন অর্থও হারাচ্ছে  (আমি এহেন অবস্থায় ক্লায়েন্টের স্পনসরশিপ অফার নিয়ে অগ্রসর হতে পারছি না), ফ্রিল্যান্সার বন্ধুগন তাদের পোর্টফলিও আপডেট করত পারছে না, ইত্যাদি।