Pages

Thursday 11 June 2020

যুগোপযোগী ও সম্মানজনক জীবন গঠন করতে চাইলে আপনার কোন পন্থা অবলম্বন করা উচিত?

যুগোপযোগী ও সম্মানজনক জীবন গঠন করতে চাইলে আপনাকে সঠিক ও সুচিন্তিত জীবনযাপনেে অভস্ত্য হওয়া আবশ্যক এবং সে সঙ্গে নিজেকে যুগোপযোগী ও সম্মানজনক জীবনের সুউচ্চ সোপানে অধিষ্ঠিত করতে চাইলে নীচের এ-ই তিনটি পন্থা বা পথ থেকে যেকোনো একটি পন্থা আপনাকে বেছে নেওয়া উচিৎ যেটি আপনাকে বেছে নিতে হবে আলোচ্য তিনটি পন্থার মধ্য থেকে সমন্বয়ের মাধ্যমে।      

তবে জীবনকে বদলে দেয়া এই পন্থা গ্রহন নিতান্তই নির্ভর করছে আপনার গ্রহনের ধরনের উপর কারন একটা প্রশ্ন থেকেই যায় জীবনকে সন্মানিত ও যুগোপযোগী করত, সেটা হলোঃ

আপনি কি সর্বদায় সমাদৃত ও সন্মানিত হয়ে বাঁচতে চান?   

চলুন যেনে নিই, কোন পন্থা অবলম্বন করলে আপনি আপনাকে ও আপনার পরিবেশকে ভালো রাখতে পারবেন এবং আপনি ব্যাক্তিগত জীবনে সফলকাম হবেন আর সে সঙ্গে আপনার সন্মানিত জীবনের অংশ হিসেবে আপনার সমাজ, দেশ-জাতি, বন্ধু, পরিজন সবাই আপনার সন্মান জনক জীবনের জন্য সন্মানিত ও গর্ববোধ করবে।    

    যুগোপযোগী ও সম্মানজনক জীবন গঠনমূলক বিচার্য পন্হা সমুহ নিম্নক্তঃ  

কেতাবি পন্থা? সপ্রতিভ পন্থা? খেতাবি পন্থা?

১. কিতাবী: কিতাব পড়ে যারা বুৎপত্তি অর্জন করে তাঁহারাই হলো কিতাবী|

২. সপ্রতিভ: মহান রাব্বুল আল আমিনের বিশেষ অনুগ্রহে নিজ ধ্যানে ও জ্ঞানে ব্যুত্পত্তি অর্জনকৃত বেক্তি|

৩. খেতাবি: যদিও পূর্বের দিনে খেতাবি হতে হলে কেতাবী ও সপ্রতিভ এই দুটো বিশেষ যোগ্যতার প্রয়োজন হত তবে বর্তমানে খেতাবি হতে হলে বিশেষ তেমন কিছুর প্রয়োজন হয়না , প্রয়োজন হয় যেইটার সেটা হলো অর্থ |

৩. সুধী সমাজের নিকট সদায় তাচ্ছিল্য সম |

২. সদা সমাদ্রিত এবং এনারাই যুগযুগ ধরে বেঁচে থাকেন নিজনিজ কর্মগুনে।

১. বিশেষ বিশেষ স্থানে বিশেষ ভাবে সমাদৃত তবে সামগ্রিক ভাবে অবহেলিত|


অতএব, বর্তমান সময়ে নিজেকে যুগোপযোগী ও সম্মানজনক করে গড়ে তুলতে ৩ এ উল্লেখিত পন্থা অবলম্বন না করে মধ্যম পন্থার অংশ হিসাবে ১ এবং ২ কে বেছে নিন অতপর এর সমন্বয়ে জীবনকে গঠন করুন ও পরিচালিত করুন তাহলেই দেখবেন আপনি সবদাই সমাদ্রিত ও সম্মানিত হচ্ছেন|


পরিশেষে:

যা বলেছি ভেবেই বলেছি, যা বলেছি আপনাকেই বলছি এখন সিদ্ধান্ত আপনার হওয়া উচিত কারণ জীবনটি আপনার|

SEOsiri / Momenul Ahmad's Social Media Channel: 


LinkedIn Pinterest  Twitter Facebook  Instagram  G.Page  Quora  Bing Pages

Was this content helpful? Share your thoughts.

Invitation: লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কারন আপনার একটি শেয়ার আমাকে উদ্বুদ্ধ করবে আরও লিখার জন্য অতএব শেয়ার করন এবং এগিয়ে যেতে সহায়তা করুন।    

If you looking for a digital marketing specialist then  Request a quote to get help in digital marketing.

    

Author

Momenul Ahmad is the owner of The SEOSiri.com. SEO, SEO Copywriting, SMM, SEM, SMO, Marketing, Content Marketer @seosiri, the one who helps biz's To Gen Lead & Love Social Networking.Online marketing and advertising expertise famed and named him as an SEO Consultant Momenul Ahmad.
ধন্যবাদ 

No comments:

Post a Comment

Get instant comments to approve, give 5 social share (LinkedIn, Twitter, Quora, Facebook, Instagram) follow me (message mentioning social share) on Quora- Momenul Ahmad

Also, never try to prove yourself a spammer and, before commenting on SEOSiri, please must read the SEOSiri Comments Policy

Or,
If you have a die heart dedicated to SEO Copywriting then SEOSiri welcomes you to Guest Post Submission

link promoted marketer, simply submit client's site, here-
SEOSIRI's Marketing Directory